নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা আছে জেনে নিন সহজে

নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা আছে জেনে নিন সহজে

যদি আপনার কাছেও অচেনা নাম্বার থেকে মিস কল আসে বা অচেনা ফোন আসে তাহলে আপনিও অবশই ফোন করা মানুষটির নাম জানতে চাইবেন। তবে আপনি চিন্তা করবেননা। আজ আমি আপনাদের এমন এক উপায় বলবো যার দ্বারা আপনি যেকোনো ফোনের সিম কার নামে আছে তা ফোন আসার সময় জেনে যাবেন।

আপনার মোবাইলে কন্ট্যাক্ট নম্বর save থাকুক বা না থাকুক, জেকেও আপনার মোবাইল ফোনে কল করবে তার সিমের রেজিস্টার্ড নাম আপনি তখনেই জেনে জাবের। তো চলেন এখন নিচে আমরা জেনেনেই, যেকোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা কিভাবে জানবো।

কে আপনাকে unknown অচেনা নাম্বার দিয়ে কল করছে ? সেই সিম কার নামে রয়েছে ?

যেকোনো মোবাইল নাম্বার কার নামে আছে তা জানার জন্য আমি একটা অনেক সহজ ও সাধারণ উপায় বলবো। কিন্তু, এই উপায় বা সমাধানটি আপনি নিজের মোবাইল বা কম্পিউটার দুটোই ব্যবহার কোরে করতে পারবেন।

তো এখন সেই সমাধানটি হলো “Truecaller app এবং website” দ্বারা। হে, truecaller এন্ড্রোইড এপ্লিকেশন বা ওয়েবসাইট এমন একটি সহজ উপায় যেখানথেকে আপনি যেকোনো মোবাইল নম্বর তাতে দিলেই আপনাকে truecaller সেই সিমের মালিক কে তার নাম জানিয়ে দেয়।

কেবল তা নোই, truecaller সিম কার নাম রয়েছে তা আপনাকে জানানোর সাথে সিমের মালিকের ইমেইল এড্রেস এবং এড্রেস ও বলে দিতে পারে। কিন্তু এড্রেস অনেক কম ক্ষেত্রেতে আপনি জানবেন কিন্তু সিমের মালিকের নাম এবং ইমেইল আইডি অবশই truecaller আপনাদের বলেদিবে।

Truecaller দ্বারা সিম কার নাম রেজিস্টার্ড কিভাবে জানবো ?

দেখেন আমি আগেই আপনাদের বলেছি, truecaller এ যেকোনো মোবাইল নম্বরের মালিকের নাম জানার জন্য দুটো option রয়েছে। প্রথম, truecaller ওয়েবসাইট এ গিয়ে এবং দ্বিতীয় হলো Truecaller android এপ্লিকেশন ব্যবহার করে। তাই চলেন নিচে এক এক করে দুটো অপসন এ আমরা জেনেনেই।

#১. Truecaller ওয়েবসাইটে গিয়ে যেকোনো অচেনা নাম্বার এর বিষয়ে জানুন।

আপনাকে যেই মোবাইল নম্বর থেকে ফোন করা হচ্ছে বা missed কল দেয়া হচ্ছে বা আপনি যেই সিম number এর বিষয়ে জানতে চান সেই নম্বরটি নিয়ে truecaller এর ওয়েবসাইট এ যান।

এখন নিচে আপনি একটা বাক্স দেখবেন যার ওপরে লিখা থাকবে “Look up any mobile number” . মানে, যেকোনো নম্বরের বিষয়ে জানুন।

এখন যেভাবে আপনি ওপরে ইমেজে দেখছেন বাক্সটিতে মোবাইল নম্বর লিখুন। নম্বর লিখে সার্চ অপসন টিতে ক্লিক করুন। এখন আপনাকে truecaller লগইন / signin করতে বলবে।

Truecaller এ লগইন করার জন্য “sign in” অপসন টিতে ক্লিক করুন। Sign in এ ক্লিক করার পর আপনাকে truecaller gmail বা microsoft একাউন্ট দিয়ে লগইন করার অপসন দেবে। আমি জানি আপনাদের অবশই gmail একাউন্ট আছে। তাই gmail একাউন্টের অপসন ক্লিক করুন এবং জিমেইল দিয়ে truecaller এ লগইন করে নিন।

আপনার যদি hotmail বা outlook একাউন্ট আছে তাহলে নিচের অপশনে ক্লিক করে লগইন করেনিন। জিমেইলের জন্য ওপরের অপসন।

এখন জিমেইল বা MOCROSOFT একাউন্ট দিয়ে truecaller  এ লগইন করার পরে আপনার দেয়া মোবাইল নম্বর টি কার নাম রেজিস্ট্রেশন করা আছে বা সিম টি কার নাম তা truecaller আপনাকে জানিয়ে দেবে।

সিম কার নামে আছে

যেরকম আপনি ওপরে দেখছেন আপনাকে truecaller কেবল সিমের মালিকের নাম এবং ইমেইল এড্রেস ও জানিয়ে দেবে। এতে, আপনি চাইলে মোবাইল নম্বরের মালিককে ইমেইল করে মেসেজ ও করতে পারবেন।

চলেন এখন এন্ড্রোইড মোবাইলে truecaller app দিয়ে unknown মোবাইল নম্বর বা সিমের owner কে তা কিভাবে জানাযাবে সেটা জেনেনেই।

Truecaller app দিয়ে সিম কার নাম আছে জানুন

App আপনি android মোবাইলে ডাউনলোড করতে পারবেন। তাই যদি আপনারকাছে একটি এন্ড্রোইড মোবাইল আছে তাহলে গুগল প্লে স্টোরে থেকে truecaller app ডাউনলোড করেনিন। Truecaller android app ডাউনলোড করেন এই লিংক থেকে।

Truecaller আপনার মোবাইলে থাকলে আপনার অচেনা unknown মোবাইল নম্বর থেকে কোনো ভয় নেই। কারণ, যখন আপনার মোবাইলে কেউ ফোন করবে তখন আপনাকে truecaller যে ফোন করেছে তার caller id দেখিয়ে দেবে। caller id তে, যে ফোন করেছে তার নাম্বার এবং নাম আপনি দেখতে পাবেন। ফোন কর্তার নম্বর আপনার মোবাইল এ সেভ থাকুক বা না থাকুক, যখন কেও আপনাকে কেউ ফোন করবে আপনি তার নাম সেই সময় দেখতে পারবেন।

এখন যার নম্বর থেকে ফোন এসেছে সেই নম্বর কার নামে আছে তা তো আপ্নে জেনে যাবেন। তাই যদি সেই ফোন নম্বর থেকে আপনি আর কোনো ফোন আশা চাননা তাহলে true caller app এ থাকা block number function টি ব্যবহার করে যেকোনো নম্বর block করতে পারবেন। নম্বর ব্লক করার পর আপনার মোবাইলে সেই ব্লক করা মোবাইল নম্বর থেকে আর কোনো ফোন আসবেনা। এটাতো ছিল অন্যকথা, কিন্তু এখন আপ্নে এইটা জেনেগেছেন যে সিম কার নামে আছে সেইটা কিভাবে জানবো।

আশাকরি আপনাকে আমি ভালোকরে বুঝাতে পারলাম। যদি আপনার কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আমাকে কমেন্ট অবশই করবেন।

শেয়ার করুনঃ

Whatsapp Pinterest