সবচেয়ে দামি মোবাইল | বিশ্বের সবচেয়ে দামি ১০ টি মোবাইল

সবচেয়ে দামি মোবাইল | বিশ্বের সবচেয়ে দামি ১০ টি মোবাইল

মোবাইল ফোন ছাড়া একবিন্দু চলা মুশকিল। অতীত দিনে কি ছিল বলা মুশকিল, তবে এই আধুনিক যুগে একজন মানুষের মোবাইল ফোনটি নিয়ে সামান্য নাড়াচাড়া করলেই বুঝে যাবেন, তাঁর জীবনে কি চলছে, আর তার মানসিক অবস্থাটা ঠিক কি রকম! তেমন হলে সংশ্লিষ্ট ব্যক্তিটি সম্পর্কে খুঁটিনাটিও বলে দিতে পারবেন সহজে। তবে, যাইহোক ফোন ব্যাপারটি সবার কাছেই শৌখিন। সবাই চেষ্টা করেন, পকেটের ওপর যতটা জোর দেওয়া যায়, ততটা জোর দিয়ে একটা নামি ব্র্যান্ডের মোবাইল কিনতে। কিন্তু, পৃথিবীতে এমনও মানুষ আছেন, যাঁদের কাছে অর্থ ব্যাপারটা কোনও বড় ফ্যাক্টর নয়। ঐশ্বর্য দেখানোটাই তাঁদের কাছে বড় ফ্যাক্টর। নামি ব্র্যান্ডের মোবাইল নয়, দামি মোবাইল কেনাটাই তাঁদের কাছে বড় ফ্যাক্টর।

সবচেয়ে দামি মোবাইল তালিকা -
 

১০. ভার্তু সিগনেচার ডায়মন্ড

 সবচেয়ে দামি মোবাইল | ভার্তু সিগনেচার ডায়মন্ড
ভার্তু সিগনেচার ডায়মন্ড

ভার্তু কোম্পানি লাগজারি সেলফোন তৈরি করার জন্যই প্রসিদ্ধ। পুরো ফোনটি প্লাটিনাম দিয়ে তৈরি। আর ফোনটি পুরোপুরি হ্যান্ডমেড অ্যাসেম্বল করার সময়। ফোনটিতে ২০০টি ফ্যান্সি হিরে বসানো থাকে। সবই হাতে বসানো হয়, মেশিনের সাহায্য নেওয়ার হয় না। এরদাম ৮৮ হাজার মার্কিন ডলার।

৯. আইফোন প্রিন্সেস প্লাস

 সবচেয়ে দামি মোবাইল | আইফোন প্রিন্সেস প্লাস
আইফোন প্রিন্সেস প্লাস

 

শুধু দেখলে হবে, দাম আছে। পৃথিবীয় সবচেয়ে মূল্যবান মোবাইলের তালিকা তৈরি হবে, আর তাতে অ্যাপল কোম্পানির আইফোন ব্র্যান্ড থাকবে না, একি হতে পারে! নামের মতোই ফোনটি ততটাই গ্ল্যামারাস। ফোনটির ডিজাইন করেছে অস্ট্রিয়ার প্রখ্যাত ডিজাইনার পিটার অ্যালোয়জঁ। পুরো ফোনটি সোনায় মোড়া। আর এতে ১৬.৫০-১৭.৭৫ গ্রামের ১৮০টি স্পেশাল কাট হিরে বসানো হয়। ফোনটির দাম ১ লক্ষ ৭৬ হাজার মার্কিন ডলার।

৮. ব্ল্যাকডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন

 সবচেয়ে দামি মোবাইল | ব্ল্যাকডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন
ব্ল্যাকডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন

 

এই ফোনটির নির্মাতা সোনি এরিক্সন ব্র্যান্ড। জারেন গোহ ফোনটির ডিজাইন করেছেন। ফোনটিতে রয়েছে মিরর ডিটেইলিং, পলিকারবোনেট মিরর এবং অর্গ্যানিক এলইডি স্ক্রিন। স্ক্রিনের খুঁটিনাটি ব্যাপারে সোনিকে পিছনে ফেলা অতো সহজ নয়। ফোনটিতে দু'টি বড়সড় হিরে বসানো হয়। একটি ন্যাভিগেশন কি'তে। আরেকটি ফোনের পিছনে। এর দাম ৩ লক্ষ মার্কিন ডলার।

৭. ভার্তু সিগনেচার কোবরা

 সবচেয়ে দামি মোবাইল | ভার্তু সিগনেচার কোবরা
ভার্তু সিগনেচার কোবরা

এর ডিজাইনও অদ্ভূত। নামটা সেখান থেকেই দেওয়া। ফোনে কেউটে সাপের নকশা রয়েছে আলাদা করে। ফোনটির ডিজাইনার প্রখ্যাত ফরাসী রত্নালঙ্কার বখেরোঁ। ফোনটিতে ন্যাসপাতি আকারের নকশা কাটা একটি হিরে আছে। এছাড়া, গোলাকার সাদা হিরে, দু'টি পান্না রয়েছে সাপের চোখে। আর আছে ৪৩৮টি চুনি। ফোনটির দাম ৩ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার।

৬. গ্রেসো লাক্সোর লাস ভেগাস জ্যাকপট

 সবচেয়ে দামি মোবাইল | গ্রেসো লাক্সোর লাস ভেগাস জ্যাকপট
গ্রেসো লাক্সোর লাস ভেগাস জ্যাকপট

ফোনটি দেখেই বুঝতে পারছেন, কতোটা রাজসিক ব্যাপার রয়েছে। ২০০৫ সালে সুইজারল্যান্ডে প্রথম তৈরি হয় এটি। ১৮০ গ্রাম সোনা দিয়ে মোড়ানো ফোনটির ব্যাককভারটি পুরোপুরি আফ্রিকান ব্ল্যাকউড দিয়ে তৈরি। ওই কাঠ ২০০ বছরের পুরনো। আর এই কাঠ পৃথিবতে সবচেয়ে দামি। ফোনটির কি গুলিতে বসানো রয়েছে নীলকান্ত মণি। ১০ লক্ষ মার্কিন ডলার খরচ করতে হয় ফোনটি পেতে গেলে।

৫. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন

 সবচেয়ে দামি মোবাইল | ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন

ফোনটি উইনডোজ সিই টেকনোলজি ব্যবহার করে। এই ফোনটিরও গেটআপ ডিজাইন করেছেন পিটার অ্যালয়জোঁ। ফোনটিতে পঞ্চাশটি হিরে বসানো রয়েছে। তার মধ্যে দশটি হিরে আবার দুষ্পাপ্য। হিরেগুলি নীল রঙয়ের। ফোনটির কোনও কোনও অংশে রোজগোল্ড রঙ দেখতে পাবেন। ফোনটির স্পেশাল ফিচার হলো কিডন্যাপিং থেকে সুরক্ষা দেয় আবার টেকনোলজিগত ব্ল্যাকমেইল থেকেও সুরক্ষা দেওয়া। আর এর দাম ১৩ লক্ষ মার্কিন ডলার।

৪. গোল্ডভিশ লে মিলিয়ন

 সবচেয়ে দামি মোবাইল | গোল্ডভিশ লে মিলিয়ন
গোল্ডভিশ লে মিলিয়ন

ঘড়ি ও গহনার ডিজাইন প্রস্তুতকারক প্রখ্যাত ডিজাইনার ইমানুয়েল গেট এই ফোনটির ডিজাইল তৈরি করেছেন। ফোনটি প্রথম বাজারে ছাড়া হয় সুইজারল্যান্ড থেকে। ২০০৬ সালে ফ্রান্সের কান শহরে মিলিয়নিয়র ফেয়ারে রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয় ফোনটি সেসময়। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে এর। ফোনটি আঠারো ক্যারেটের সাদা হিরে ও ২০ ক্যারেটের ভিভিএস১ হিরে দিয়ে মোড়ানো। ফোনটির দাম তেরো লক্ষ মার্কিন ডলারেরও বেশি।

৩. আইফোন ত্রিজি কিংস বাটন

 সবচেয়ে দামি মোবাইল | আইফোন ত্রিজি কিংস বাটন
আইফোন ত্রিজি কিংস বাটন

তালিকায় তিন নম্বরে আবার আইফোন। ফোনটির ডিজাইন করেছেন অস্ট্রিয়ার পিটার অ্যালয়জোঁ। ফোনটির চারধারে ১৩৮টি হিরে বসানো রয়েছে। আর হোমবাটনে ৬.৬ ক্যারেটের সাদা হিরে বসানো। আর এর দাম ২৪ লক্ষ মার্কিন ডলার।

২. সুপ্রিম গোল্ড স্ট্রাইকার আইফোন ত্রিজি ৩২জিবি

 সবচেয়ে দামি মোবাইল | সুপ্রিম গোল্ড স্ট্রাইকার আইফোন ত্রিজি ৩২জিবি
সুপ্রিম গোল্ড স্ট্রাইকার আইফোন ত্রিজি ৩২জিবি

আইফোন ব্র্যান্ডের এই ফোনটি কেসটি ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি। ওজন ২৭১ গ্রাম। স্ক্রিনের চারপাশে ১ ক্যারেটের ৫৩টি হিরে বসানো রয়েছে। আর হোম বাটনে একটি ৭.১ ক্যারেটের হিরে বসানো রয়েছে। ফোনের পিছনে অ্যাপেলের লোগোটিও হিরে দিয়ে তৈরি। ফোনটিকে টেকসই করার জন্য চারপাশে নুবাক-টপ গ্রেইন লেদারের আবরণ রয়েছে কাশ্মীর গোল্ডের সঙ্গে। দাম ৩২ লক্ষ মার্কিন ডলার।

১. ডায়মন্ড রোজ আইফোন ৪ ৩২জিবি

 সবচেয়ে দামি মোবাইল | ডায়মন্ড রোজ আইফোন ৪ ৩২জিবি
ডায়মন্ড রোজ আইফোন ৪ ৩২জিবি

পৃথিবীর সবচেয়ে দামি ফোনের শিরোপা আইফোনের মাথাতেই। এর ডিজাইনার স্টুয়ার্ট হিউজ। ফোনটিতে ১০০ ক্যারেটের গোলাপি ও সাদা রঙয়ের মিলিয়ে ৫০০টি হিরে বসানো রয়েছে। আর পিছনে অ্যাপেলের লোগোটিতে ৫৩টি হিরে বসানো আলাদা করে। সামনের ন্যাভিগেশন বাটনটি প্লাটিনাম দিয়ে তৈরি। তারওপর ৭.৪ ক্যারেটের একটি গোলাপি হিরে এবং তার চারপাশে ৮ ক্যারেটের হিরে বসানো। ফোনটির দাম ৮০ লক্ষ মার্কিন ডলার।

শেয়ার করুনঃ

Whatsapp Pinterest