ওয়াইফাই হ্যাক | ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই হ্যাক | ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি। যাইহোক এইবার চলুন কাজের কথায় যাওয়া যাক। আগেই বলে দিচ্ছি, এইটা কোনো টিপস বলতে পারবেন না। তবে ওয়াইফাই হ্যাক বলা যেতে পারে। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম এর মাধ্যমে আপনি শুধু আপনার ফোনে আগে থেকে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন।

পোষ্টের উপকারিতাঃ

আপনার এই ক্র্যাকিং এরও দরকার আছে। কিভাবে? মনে করুন আপনি অন্যের ওয়াইফাই চালাচ্ছেন, এই মূহুর্তে আপনার একজন বেস্ট ফ্রেন্ড এসে বললো, দোস্ত পাসওয়ার্ড টা দে বা কানেক্ট করে দে। তখন আপনি যদি না জানেন তাহলে এই প্রসেস ফলো করতে পারেন।

অথবা ধরুন আপনার ওয়াইফাই এর কথাই ধরা যাক। আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড হঠাত করে ভুলে গেছেন। এদিকে আপনার বেস্ট ফ্রেন্ড এসে বললো ওয়াইফাই টা কানেক্ট করে দিতে। তখনো এই প্রসেস টা ফলো করতে পারেন। তো এর জন্য কি করবেন? চলুন তা জেনে নেয়া যাক...

Android | অ্যান্ড্রয়েড

মোবাইল কোম্পানিগুলো খুব ভাল করেই জানে যে, যুবক পুলাইপান একটু বেশি এডভান্সড তাই তারা এন্ড্রয়েড ফোন এ কিছু জিনিস হাইড করে দেয় যেন সবাই ঐ ফোল্ডারগুলো এক্সেস করতে না পারে। কারণ এতে উলটা পালটা করলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।তাই আমরা পাসওয়ার্ড যেই জায়গায় সেভ হয়ে থাকে সেই ফোল্ডারে ঢুকতে পারি না।

কিন্তু যদি আমরা এডমিনিস্ট্রেটর এর সুবিধা টা নেই তাহলেই আমরা সেই রুট ফোল্ডারে ঢুকে সব পাসওয়ার্ড নিয়ে আসতে পারবো। তবে এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনকে প্রথমেই রুট করে নিতে হবে।রুট কিভাবে করবো? এইটা কোনো প্রশ্ন হল? এই ওয়েবসাইটের সার্চ বক্সে রুট লিখে সার্চ করলেই অনেক টিউন পেয়ে যাবেন। তবে সব টিউন সব ফোনের জন্য কাজ করবে না। তাই আপনি চেষ্টা করতে থাকুন যেটা কাজে লাগে আর কি।

যাইহোক রুট করা শেষ হলে আপনি যদি ম্যানুয়ালি পাসওয়ার্ড বের করতে চান তাহলে Solid Explorer ব্যবহার করুন। তবে এটা একটু কঠিন কাজ অনেকের কাছে। এছাড়া যেহেতু এর থেকেও সহজ প্রসেস আছে তাহলে আর কঠিনের ভিতর যাওয়ার দরকার কি?

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম, ওয়াইফাই পাসওয়ার্ড

এছাড়া আপনি যদি আপনার স্টোরেড পাসওয়ার্ড গুগলে মুভ করে রাখেন তাহলে আপনার রুট করা লাগবে না। গুগল অটোম্যাটিক আপনার সকল ওয়াইফাই এর পাসওয়ার্ড সেভ করে রাখবে তাদের সার্ভারে। যখন লাগে তখন দিয়ে দিবে।

তাই যদি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড গুগলে ব্যাকাপ করে রাখেন তাহলে অন্য মোবাইলে আপনার জিমেইল লগিন করলেই অটোমেটিক ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। মানে পাসওয়ার্ড দেখতে পারবেন না।কিন্তু কানেক্ট হয়ে যাবে।

iOS | আইওএস

এন্ড্রয়েড ডিভাইসের মত ios ডিভাইসেও জেইলব্রেকিং ছাড়া ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখা যাবে না। আপনি যদি জেইলব্রেক করা ios ব্যবহারকারী হয়ে থাকেন তাহলেই শুধু ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন।  cydia এর মত বিভিন্ন এপ্স ব্যবহার করে খুব সহজেই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখা যাবে।

তবে জেইলব্রেক ছাড়াও আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন যদি আপনি ম্যাক অপারেটীং সিস্টেম এর ল্যাপটপ ব্যবহার করেন। icloud Keychain আপনার অ্যাপল ডিভাইসের সব পাসওয়ার্ড সিংক করে রাখে। এমনকি ওয়াইফাই এর পাসওয়ার্ড ও তাই শুধু আপনি আপনার ios ডিভাইসে icloud keychain অন করে দিন। এরপর আপনার ম্যাক ডিভাইসে সেগুলো অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে।

ওয়াইফাই হ্যাক | ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

এরপর যখন আপনার সকল পাসওয়ার্ড ম্যাক এ  সিংক হয়ে যাবে তখন আপনি এই ইন্ট্রাকশন অনুসরণ করে পাসওয়ার্ড করতে পারবেন। একইভাবে আপনি চাইলে আপনার ওয়াইফাই এর নেটওয়ার্ক অন্য ios ডিভাইসে icloud Keychain এর মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। আশা করি সবাইকে বুঝাতে সক্ষম হয়েছি যে, কি কি উপায়ে আপনি আপনার কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন।

তো যদি সামান্যও ভাল লেগে থাকে আমার এই টিউন তাহলে অবশ্যই শেয়ার করবেন।সমস্যা অনুভব করলে টিউমেন্ট করবেন। আর আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। টেকনোলজিকে ভালবাসবেন। আর টেকনোলজির পাশেই থাকবেন।

তাই আপনি চাইলে Wifi Password Show ব্যবহার করে খুব সহজেই পাসওয়ার্ড বের করে নিতে পারেন। শুধু সফটওয়ারটি ডাউনলোড করে Show Password এ ক্লিক করলেই পাসওয়ার্ড দেখতে পারবেন। এমনকি ওয়াইফাই এর নামও দেখাবে।  তবে আগেও বলেছি এখনও বলছি মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে আপনার ফোন অবশ্যই রুট করা হতে হবে।

রুট ছাড়া কোনোভাবেই আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন না। তাই যারা মনে মনে বলতেছেন যে, রুট ছাড়াই পাসওয়ার্ড বের করার চেষ্টা করবেন তাহলে গুগলে সার্চ করলে হয়ত কোনো সফটওয়ার পেতে পারেন। কিন্তু কাজ করবে না এটার গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি।

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক

 

 

ওয়াইফাই কি ?

WiFi (ওয়াইফাই) এর পূর্ণনাম হচ্ছে- Wireless Fidelity । WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়। ওয়াইফাই যোগাযোগ ব্যবস্থায় উচ্চ ফ্রিকোয়েন্সী রেডিও ওয়েব ব্যবহার করা হয়।

ওয়াইফাই হচ্ছে Wi-Fi Alliance এর বাণিজ্যক চিহ্ন অথবা ট্রেডমার্ক। IEE802.11 স্ট্যান্ডার্ড তারহীন স্থানীয় এলাকা নেটওয়ার্ক বা Wireless Local Area Network (WLAN) ডিভাইস ব্র্যান্ড করার জন্য ওয়াইফাই উৎপাদনকারীরা এই বাণিজ্যক চিহ্ন ব্যবহার করে। এখন পর্যন্ত সবথেকে বেশি ব্যবহৃত WLAN ক্লাশ হল IEE802.11। IEE802.11 এর প্রতিশব্দ হিসেবে ওয়াইফাই শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়।

Wi-Fi Alliance হচ্ছে একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ওয়াইফাই প্রযুক্তি উন্নীত করে এবং ওয়াইফাই পণ্য নিশ্চিত করে। ওয়াইফাই সাধারণত সকল ধরণের ল্যাপটপ, পেরিফেরাল ডিভাইস, প্রিন্টার, স্মার্ট ফোন, MP3 প্লেয়ার, ভিডিও গেম Console এবং ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করা যায়।

WiFi এর বৈশিষ্ট

  • ওয়াই-ফাই যোগাযোগ ব্যবস্থায় উচ্চ ফ্রিকোয়েন্সী রেডিও ওয়েব ব্যবহার করা হয়।
  • WiFi ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।
  • এটি ওয়ারলেস Local Area Network IEE802.11 এর জন্য (Institute of Electrical and Eletromics Enginners) প্রণীত স্ট্যান্ডার্ড।
  • কর্ডলেস টেলিফোনের ন্যায় বিভিন্ন পোর্টেবল ডিভাইস ও  ফিক্সড ডিভাইসের নেটওয়ার্কের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
  • এর কাভারেজ এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংবা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে হতে পারে।
  • হটস্পট গুলোতে এটি ব্যবহার করা যায় এবং এর কাভারেজ খুব বেশি এলাকায় পাওয়া যায় না।
  • ওয়াই-ফাই পণ্যসমূহ ওয়াইফাই এলায়েন্স কর্তৃক সনদ প্রাপ্ত।

WiFi এর সুবিধা

  • WiFi প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।
  • WiFi হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা।
  • এর সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়।
  • সীমিত এরিয়ার মধ্যে WiFi প্রযুক্তি ব্যবহার করা সহজ।
  • ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় সস্তা।

WiFi এর অসুবিধা

  • ওয়াইফাই ব্যবহারের সবচেয়ে বড় আসুবিধা হলো কেবল হটস্পটগুলোতে এটি ব্যবহার করা হয়।
  • এর কাভারেজ খুব বেশি এলাকায় পাওয়া যায় না।
  • ওয়াইফাই প্রযুক্তির ডাটা চলাচলের গতি খুব একটা বেশি নয়।
  • নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল।

WiFi এর ব্যবহার

  • সীমিত এরিয়ার মধ্যে WiFi প্রযুক্তি ব্যবহার করা সহজ।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ব্যবহারের সুবিধার্থে WiFi প্রযুক্তি ব্যবহার করা যায়।
  • বিমানবন্দর, হটেল, রেস্তোরাতে WiFi প্রযুক্তির সেবা প্রদান করা যায়।
  • ওয়াইফাই র‍য়েছে এরকম সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসে ওয়াইফাই খুব সহযে ব্যবহার করা যায়।
  • ওয়াইফাই ব্যবহার করে বর্তমানে এক সাথে কয়েকজন মিলে একই ভিডিও গেম খেলা যায়।

আজকের আর্টিকেলটি এপর্যন্তই। Wifi কি এবং Wifi এর বৈশিষ্ট, সুবিধা-অসুবিধা এ বিষয়গুলো নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে করতে পারেন।

শেয়ার করুনঃ

Whatsapp Pinterest