ওয়াইফাই রাউটার | ভালো রাউটার কোনটি এবং দাম কত ?

ওয়াইফাই রাউটার | ভালো রাউটার কোনটি এবং দাম কত ?

কম দামে ভাল রাউটার খুঁজছেন? টেনশনের কিছু নেই, এখানে আপনি পেয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যে ১০টি ভাল রাউটারের খোঁজ-খবর। প্রতিটি রাউটারের একটি ছোট্ট ডেসক্রিপশন এবং সেই রাউটারটির বৈশিষ্ট্য জানান দেবে কোনটি আপনার জন্যে সবচেয়ে ভাল হবে।

প্রযুক্তির এই যুগে প্রতিটি ডিজিটাল ডিভাইসে আজকাল ইন্টারনেট ব্যবহার করা যায়। হাতের ঘড়ি থেকে শুরু করে ঘরের টিভি প্রায় সব ক্ষেত্রে ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্টারনেট ব্যতীত চলা এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। এই ইন্টারনেটকে আরও বেশী সহজলভ্য করে দিয়েছে ওয়াইফাই রাউটার।

রাউটারের মাধ্যমে এখন একসাথে একই ইন্টারনেট কম্পিউটার, মোবাইল, স্মার্ট টিভি কিংবা স্মার্ট-ওয়াচে ব্যবহার করা যায়। বাজারে বর্তমানে অসংখ্য ব্রান্ড এবং মডেলের রাউটার পাওয়া যায়। কিন্তু সমস্যা হল এত সব রাউটারের মধ্যে থেকে পছন্দের রাউটারটি খুঁজে বের করা। সেই সাথে কোন রাউটারটি আমার জন্য প্রযোজ্য সেটা নির্বাচন করাটাও বেশ কষ্টসাধ্য।

আর এই কারণে আজকে আমি কম দামে ১০টি ভাল রাউটার নিয়ে আলোচনা করবো। যেহেতু প্রতিটি রাউটারের সুবিধা নিয়ে আলোচনা করবো তাই আশাকরি পছন্দের রাউটারটি খুঁজে পেতে আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না।

top-10-router-cheap-price

কম দামে ভাল রাউটার

আপনি নিশ্চয়ই ওয়াই-ফাই রাউটারের বেসিক অপারেশন জানেন। এখন আপনার প্রয়োজন একটি ভাল মানের রাউটার যা আপনি নিচের লিস্ট থেকে বাছাই করে নিতে পারেন।

১. Tenda N301

tenda n301

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ২টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ৯৯৯ টাকা

হোম ইউজারদের জন্য এটি একটি আদর্শ রাউটার। দামে সস্তা হলেও কাজ করে প্রিমিয়াম লেভেলে। একটি সাধারণ রাউটারে যেসব ফিচার থাকার কথা তার সবগুলো পাবেন এই রাউটারে। ক্লাইন্ট ফিল্টার, ম্যাক অ্যাড্রেস ব্লক, ওয়েবসাইট ব্লক করার সুবিধা পাবেন এই রাউটারে। এছাড়া সিকিউরিটি হিসাবে এতে আছে 64/128bit WEP, WPS, WPA-PSK, WPA2-PSK। ব্যান্ডউইথ তথা ইন্টারনেট স্পীড কন্ট্রোল করার সুবিধা আছে এই রাউটারে। তিনটি ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট আছে এই রাউটারে।

২. DIR-615 N300

DIR-615 N300

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ২টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ৩ বছর
  • দাম: ১২৫০ টাকা

ওয়ারেন্টি নিয়ে যদি আপনার কোন খুঁতখুঁত থেকে থাকে তবে এই রাউটারটি আপনার জন্য উপযুক্ত। এই রাউটারটিতে আপনি ৩ বছরের ওয়ারেন্টি পাবেন। সিকিউরিটির দিক দিয়ে এটা বেশ শক্তিশালী। হ্যাকারদের অ্যাটাক রোধের পাশাপাশি রাউটারটিতে ওয়েবসাইট ব্লক, ম্যাক অ্যাড্রেস ব্লক সহ আরও অনেক সুবিধা পাবেন। এই রাউটারেও ব্যান্ডউইথ কন্ট্রোল করার সুবিধা আছে। ৪টি ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট আছে এই রাউটারে।

৩. Tenda F-3

Tenda F-3

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ৩টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ১১৫০ টাকা

কম দামে যদি ৩ অ্যান্টেনার রাউটার খুঁজে থাকেন তবে এই রাউটারটি আপনার জন্য। তবে অন্যান্য ৩ অ্যান্টেনার রাউটারের মত পারফর্মেন্স পাবেন না। প্রতিটি অ্যান্টেনা ৫ডিবিআই। এর মধ্যে রয়েছে ৪টি পোর্ট যার ফলে আপনি ইথারনেট ক্যাবল দিয়ে ৪টি কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট করতে পারবেন। এছাড়া একটি আদর্শ রাউটারের যেসব সুবিধা থাকার দরকার তার সবগুলো পাবেন এই রাউটারে।

৪. TP-Link TL-WR840N (V2)

TP-Link TL-WR850N

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ২টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ১৯৯০ টাকা

টিপি-লিংকের রাউটার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই ব্রান্ডের রাউটার বাংলাদেশে অনেক বেশী জনপ্রিয়। যদি কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টিভিতেও ওয়াইফাই ব্যবহার করার প্রয়োজন হয় তবে এই রাউটারটি ব্যবহার করতে পারেন। এই রাউটারটিতেও রয়েছে ৪টি ল্যান পোর্ট। ২.৪ ফ্রিকোয়েন্সি রেট। সিকিউরিটির দিক দিয়েও এই রাউটারটি বেশ শক্তিশালী। ফিচারের দিক দিয়ে এতে রয়েছে ইন্টারনেট স্পিড কন্ট্রোল, ট্রাফিক স্ট্যাটাস দেখার সুযোগ, ফায়ারওয়াল সহ আরও অনেক সুবিধা।

৫. TL-WR820N

TL-WR820N

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ২টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ১০৫০ টাকা

যদি একসাথে আকর্ষণীয় ডিজাইন এবং ভাল পারফর্মেন্সের মধ্যে কমদামী রাউটার খুঁজে থাকেন; তবে আপনার পছন্দের তালিকার প্রথমে এই রাউটারটি রাখতে পারেন। ৩০০ এমবিপিএসের শক্তিশালী সিগনাল সমৃদ্ধ এই রাউটার আপনাকে স্মুথ ভিডিও স্ট্রিমিং সুবিধা সহ অন্যান্য আরও অনেক ফিচারের সুবিধা দিয়ে থাকবে।

৬. ASUS RT-N12+

ASUS RT-N12+

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ২টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ২ বছর
  • দাম: ১৫০০ টাকা

আসুসের এই রাউটারটি কম দামের মধ্যে সেরা মানের রাউটার। রাউটারটিকে আপনি রেঞ্জ এক্সেটেন্ডার হিসাবেও ব্যবহার করতে পারবেন। এছাড়া এই রাউটারটি আপনি অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে এটাকে আপনি স্মার্ট রাউটারও বলতে পারেন। ফিচার বা সুযোগ সুবিধার কথা বলতে গেলে অন্যান্য রাউটার থেকে এর সুবিধা কিছুটা বেশী।

৭. Netgear WNR614

Netgear WNR614

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা : ২টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ১৪০০ টাকা

স্পিড বৃদ্ধি করার জন্য এতে রয়েছে এক্সটারনাল অ্যান্টেনা ব্যবহারের সুবিধা। অনলাইন কাজ করা, ভিডিও দেখা কিংবা বাফার ফ্রি গেম খেলার জন্য আদর্শ রাউটার। হাই-স্পিড ডাউনলোড এবং রাউটারটি দুর্দান্ত ওয়াইফাই কভারেজ পাওয়া যায়।

ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে আপনার নেটওয়ার্ক রক্ষা করার জন্য রাউটারটিতে রয়েছে SPI, NAT, QoS ফিচার।

৮. TP LINK AC750

TP LINK AC750

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ৩টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ২১৫০ টাকা

৫ গিগাহার্জে অ্যান্টেনা থাকার কারণে আপনি ৪৩৩ এমবিপিএস স্পিড পাচ্ছেন যেখানে এই দামে অন্যান্য রাউটার গুলোতে পাবেন মাত্র ৩০০ এমবিপিএস স্পিড। অ্যান্টেনা আলাদা লাগিয়ে ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে ২টি অ্যান্টেনা ফিক্সড যেহেতু ডুয়েল ব্যান্ড।

এটাতে আপনি ইউএসবি ব্যবহারের সুবিধা পাচ্ছেন ফলে ফাইল শেয়ার, প্রিন্টার সার্ভার কিংবা এফটিপি সার্ভারের মত সুবিধা পাবেন।

৯. Xiaomi 4A AC1200

Xiaomi 4A AC1200

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ৩টি
  • ডাটা ট্রান্সফার রেট: ১১৬৭ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ২৯০০ টাকা

কম দামে স্মার্ট রাউটারের নাম বললে প্রথমে আসবে শাওমির এই রাউটারটি। এই রাউটারে MT7621A MIPS Dual Core 880MHz এর সিপিউয়ের সাথে রয়েছে ১৬ মেগাবাইট রম এবং ডিডিআর ৩ এর ১২৮ মেগাবাইট র‌্যাম। ফলে ছোট খাট কম্পিউটার বলা চলে একে। আর এই বৈশিষ্ট্য দেখে আশা করি এর ফিচার সম্পর্কে কিছু বলতে হবে না। আপনার ঘরে যদি আইওটি এর কোন গেজেট থেকে থাকে যার জন্য হাই স্পিড ইন্টারনেট দরকার তবে আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন। অনেক বেশী ডিভাইস এক সাথে কানেক্ট থাকলেও স্পিডের কোন কমবেশি হবে না।

১০. TL-WR940N

TL-WR940N

বৈশিষ্ট্য

  • অ্যান্টেনা: ৩টি
  • ডাটা ট্রান্সফার রেট: ৪৫০ এমবিপিএস
  • ওয়ারেন্টি: ১ বছর
  • দাম: ৩২৯০ টাকা

খুব শক্তিশালী একটি রাউটার। অফিস কিংবা অনেক মানুষ একসাথে ব্যবহার উপযোগী একটি রাউটার। একটি আদর্শ রাউটারের যেসব সুবিধা থাকার দরকার তার সবগুলো সুবিধা এই রাউটারে বিদ্যমান। ফলে রাউটারের ফিচার নিয়ে আপনাকে তেমন একটা চিন্তা করতে হবে না।

শেষ কথা

উপরে উল্লেখিত রাউটারের দাম বিভিন্ন দোকান বা অনলাইন মার্কেটের মধ্যে পার্থক্য থাকতে পারে। তাই রাউটার ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই করে নিবেন। আর এই তালিকার বাহিরে আরও অনেক ভাল মানের রাউটার রয়েছে যার সবগুলো তালিকায় যুক্ত করা সম্ভব নয়। যাইহোক, আপনি নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন এখান থেকে কোন রাউটারটি কিনবেন।

শেয়ার করুনঃ

Whatsapp Pinterest
  • user

    md shajahan ali

    ভাই ইউএসবি সিম কার্ড ও স্মার্ট টিভি চালানো এসব সুবিধা এক রাউটারে পাওয়া যাবে। আপনাদের মোবাইল নং দিবেন।

    4 কিছু বছর আগে