শাড়ি প্রেমীদের জন্য শেষ মুহূর্তে রয়েছে সফট সিল্ক কোটা মুসলিন্স শাড়ির লেটেস্ট ৩টি ডিজাইন। আপনার জন্য বেছে নিতে পারেন মনের মত একটা সফট সিল্ক কোটা রেজিন্স শাড়ি।
আপনার অডারের সাথে সাথেই শাড়ি টি আপনার নাম এ বুক হয়ে যাবে। এবংআমাদের মেসেজ ইনবক্স এ আপনার নাম, পুরো ঠিকানা, ফোন নাম্বার পাঠাতে হবে । বুকিং কনফার্ম হউয়ার ৩দিন (ঢাকার ভিতরে যদি শাড়িটি এভেল এভেল থাকে) এবং ৫দিন(ঢাকার বাইরে যদি এভেল এভেল থাকে) এর মদ্ধ্যে আপনার শাড়ি কুরিয়ার কোম্পানির লোক আপনার দাওয়া ঠিকানায় নিয়ে যাবে(আর যদি শাড়িটি এভেল এভেল না থাকে কাছে তাহলে ঢাকার ভেতরে ৭ দিন এবং ঢাকার বাইরে ৯দিন সময় লাগবে), তখন আপনি আপ্নার প্রোডাক্ট বুঝে নিয়ে বাকিটাকা কুরিয়ার ম্যান এর হাতে পেমেন্ট করে দিবেন।
আমাদের শাড়ী রিটার্ন, রিফান্ড এর কোন ব্যাবস্থা নেই , শাড়ি অডার করলে সেটা আপনাকে রাখতেই হবে কারন আপনি যেটা অডার করবেন হুবহু অটাই আপনাকে দাওয়া হবে।
তবে প্রোডাক্ট এ যদি কোন ডিফেক্ট থাকে সেটা আমরা চেনজ করে দিব।
সেক্ষেত্রে ডেলিভারি এর ৭দিনের মদ্ধ্যে আমাদের কে ডিফেক্ট এরিয়ার পিকচার ফেসবুক এ পাঠিয়ে জানাতে হবে।
ঢাকার বাইরে যারা অডার করবেন তারা এস এ পারিবহন এর মাদ্দমে শাড়ি পাবেন। এস এ পরিবহন এ কন্ডিশন এ শাড়ি যাবে, ফুল পেমেন্ট করে তাদের কাছ থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে আসবেন। আর যদি সুন্দরবন অথবা অন্য কুরিয়ার এর মাধ্যমে নিতে চান সেখেত্রে ফুল পেমেন্ট বিকাশ এর মাধ্যমে আগে করে দিতে হবে এরপর আমরা প্রোডাক্ট পাঠাব।
ধন্যবাদ
আমাদের সাথে থাকার জন্য
শুভ হোক আপনার শপিং
You've already written a review before!
You cannot rate your own product!